দেশের দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র্যাব মহাপরিচালক
🕧Published on:
সেবা ডেস্ক: বাংলাদেশের র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সনাতন ধর্মাবলিম্বেদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই।
সোমবার দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে গোয়েন্দা নজরদারি ও সাইবার টিম সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। পূজায় স্থলনিরাপত্তা জোরদারের পাশাপাশি আকাশপথে হেলিকপ্টার টহল টিমের নজরদারি থাকবে।
শারদীয় দুর্গোৎসবে অংশ নেয়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান র্যাব মহাপরিচালক।
এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ মণ্ডপে দায়িত্বরত পুরোহিতরা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।