গোলাম মোস্তফা রাঙ্গা।। রংপুর কারমাইকেল কলেজের ১০৫তম বর্ষপূর্তি উপলক্ষে ১২ নভেম্বর শুক্রবার কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দিনব্যাপি কলেজ ক্যাম্পাসের বাংলা মঞ্চে এম্বুলেন্স উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম; জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, এমপি; আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক) এমপি; রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ও রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।