“কারমাইকেল কলেজের ১০৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন”
গোলাম মোস্তফা রাঙ্গা।। রংপুর কারমাইকেল কলেজের ১০৫তম বর্ষপূর্তি উপলক্ষে ১২ নভেম্বর শুক্রবার কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দিনব্যাপি কলেজ ক্যাম্পাসের বাংলা মঞ্চে এম্বুলেন্স উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম; জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, এমপি; আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক) এমপি; রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ও রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।