শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নে ৩শ’ জন শীতার্থ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল করিম (ট্যাগ অফিসার), উপসহকারি কৃষি কর্মকর্তা বাবুল আকতার ও মাসুদ রানা, শৌলামারী ইউপি সচিব সিরাজুল ইসলাম, তথ্য সেবার নজরুল ইসলাম প্রমূখ।
শৌলমারী ইউপি সচিব সিরাজুল ইসলাম জানান, আমার ইউনিয়নে ৩শত কম্বল বরাদ্দ পেয়েছি। এগুলো এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তবে চাহিদা অনুয়ায়ী আরো কম্বলের প্রয়োজন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।