যোগদানের প্রথম দিনেই ওসি আটক করলেন দন্ডপ্রাপ্ত মাদক কারবারীকে
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর থানায় যোগদান করেই ওসি শ্যামল কুমার দত্ত আটক করলেন আড়াই বছরের দন্ডপ্রাপ্ত এক মাদক কারবারিকে।
আটক মাদক কারবারী শফিকুল ইসলাম (৪২) উপজেলার কুনকুনিয়া প্রামাণিক পাড়ার হবিবর রহমানের পুত্র। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শফিকুল ইসলামকে আড়াই বছরের সাজা দেন আদালত। সেই থেকে আত্মগোপনে ছিলেন তিনি। থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্তের নেতৃত্বে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।