সেবা ডেস্ক: রাজধানী’র ধানমন্ডিতে মহসিন নামে’র এক ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে নিজে’র মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা মহসিন চিত্রনায়ক রিয়াজে’র শ্বশু’র বলে জানা গেছে।
বুধবা’র (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টা’র দিকে মহসিন আত্মহত্যা করেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ধানমণ্ডি এলাকা’র ৭ নম্ব’র সড়কে’র ২৫ নম্ব’র বাড়ি’র নিজ বাসায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ‘রয়েছে।
রাজধানী’র ধানমন্ডি থানা পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ি মহসিন ধানমন্ডি’র বাসায় একাই থাকতেন। নিজে’র পিস্তল দিয়ে তিনি নিজে’র মাথায় গুলি করেছে।
ঘটনাস্থলে ‘রয়েছেন ধানমণ্ডি থানা’র উপপরিদর্শক (এসআই) দেবলাল। তিনি গণমাধ্যযমকে জানান, ‘রিয়াজে’র শ্বশু’র আত্মহত্যা করেছেন। তিনি ব্যক্তিগত বন্দুক দিয়ে মাথায় গুলি করেছেন বলে আমরা শুনেছি। মাত্র ঘটনাস্থলে এলাম। এখনও ওই ব্যক্তি’র নাম নিশ্চিত হতে পারিনি। কী কা’রণে আত্মহত্যা করেছেন, তা জানা’র চেষ্টা ক’রছি।’
নয়াক রিয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে এখনই কিছু বলতে পা’রব না। ঘটনা’র বিস্তারিত এখনো কিছুই জানেন না তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।