অ্যাম্বুলেন্স না পেলে ৯৯৯ অথবা থানায় ফোন দিবেন : ওসি হাসান

🕧Published on:

অ্যাম্বুলেন্স না পেলে ৯৯৯ অথবা থানায় ফোন দিবেন  ওসি হাসান



 : বগুড়ার নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. হাসান আলী বলেছেন, প্রত্যন্ত গ্রামের কোনো মানুষ হঠাৎ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারলে প্রয়োজনে ৯৯৯ অথবা থানায় ফোন দিবেন। 

অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যদি করতে না পারি, প্রয়োজনে থানা থেকে পুলিশের গাড়ি পাঠাবো। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিয়েসহ সব ধরণের অপরাধের বিষয়ে আমাকে সরাসরি ফোন করবেন। থানা সম্পূর্ণ দালালমুক্ত। আমার ফোন ২৪ ঘন্টা খোলা। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রণবাঘা বাজারে অস্থায়ী কার্যালয়ে সদর ইউনিয়ন বিট পুলিশিং সভায় বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

এসআই শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এএসআই আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম গোলাপ, স্থানীয় আশরাফুদৌলা টিপু, আবু হানিফ, ইউপি সদস্য সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হালিম, পাপিয়া বেগম, সাংবাদিক মিজানুর রহমান মুকুল, রাসেল মাহমুদ, স্থানীয় মিলন কর্মকার প্রমুখ। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।