বকশীগঞ্জে ঘরের চাবি ও দলিল পেলেন ২০ গৃহহীন পরিবার
🕧Published on:
নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় খাস জমিতে গৃহহীন ও ভূমিহীনদের নির্মিত ঘর উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ২০ টি ঘর উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় সরকারি গণগ্রন্থাগারে ২০ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, পিআইও মজনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।