নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতালের দায়িত্ব নিলেন এমপি, দিলেন ৩ লাখ টাকা
🕧Published on:
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌর সদরের ২০ শয্যা হাসপাতালের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন। মঙ্গলবার বিকেলে তিনি চিকিৎসা সরঞ্জামাদি ক্রয় বাবদ নিজ তহবিল হতে নগদ ৩ লাখ টাকা প্রদান করেন। এর আগে গত জানুয়ারি মাসের শুরুতে পৌরসভার মেয়র আনিছুর রহমান অক্সিজেন সিলিন্ডারসহ সরঞ্জামাদি প্রদান ও হাসপাতাল চত্বরে জামে মসজিদ নির্মাণের জন্য ৯০ হাজার টাকা প্রদান করেছিলেন।
হাসপাতালের সার্বিক অবকাঠামো পরিদর্শন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. তোফাজ্জল হোসেন মন্ডলের হাতে নগদ টাকা প্রদান করেন।
উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন প্রমুখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।