ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল
🕧Published on:
সেবা ডেস্ক : রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে এসেছে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে ৬ সদস্যের এ প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা।
তিনি জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচরে আসেন। তারা আশ্রয়কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নিয়েছেন। পরে বিকেলের দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।