মেলান্দহে সড়ক দুর্ঘটনায় রংমিস্ত্রির মৃত্যু, আহত এক
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় রং মিস্ত্রি শামিম আহমেদ (৩৮) মারা গেছেন। আহত হয়েছেন সহকর্মী রাজু আহমেদ(৩৫)। তাদের উভয়ের বাড়ি রেখিরপাড়ায়।
আজ সকাল ১০ টার দিকে ঢাকা থেকে মাদারগঞ্জ গামী একটি প্রাইভেট কার কোনামালঞ্চ গ্রামে পৌঁছলে রংসাইডে গিয়ে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শামিম মারা যান এবং রাজু আহত হয়। স্থানীয়রা রাজুকে উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে পাঠায়। ড্রাইভার গাড়িটি রেখে পালিয়ে যায়।
অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।