জামালপুরে আমজাদ হোসেন স্মরণে আলোচনা সভা
🕧Published on:
জি এম বাবু : জামালপুরে দেশ বরেণ্য চলচ্চিত্রকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আমজাদ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আমজাদ হোসেন চর্চাকেন্দ্র জামালপুর এই আলোচনা সভার আয়োজন করে।
“আমজাদ হোসেন: শেকড়-সন্ধানী, অকুতোভয় শিল্পী-সংগ্রামী” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমজাদ হোসেন চর্চাকেন্দ্র জামালপুরের সভাপতি অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ফরহাদ হোসেন মানু, কবি আলী জহির, সাযযাদ আনসারী, অ্যাডভোকেট ইউসুফ আলী, জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন সমাজের নি¤œ ও মধ্যবিত্তশ্রেণীর বাস্তব জীবনধারা নিয়ে নাটক, চলচ্চিত্র, উপন্যাস সৃষ্টি করেছেন। তার এসব সৃষ্টি সংরক্ষণ করে সবার মাঝে ছড়িয়ে দিতে সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।