সেবা ডেস্ক : আধুনিক ও প্রযুক্তিবান্ধব উত্তরাবাসীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে উত্তরা-৬ উপ-শাখার উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। উত্তরা শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে।
এই উপ-শাখায় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
মঙ্গলবার, উত্তরা উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এই সময় তিনি উপস্থিত গ্রাহক-সহ সকলকে পদ্মা ব্যাংকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকরাই পদ্মা ব্যাংকের প্রেরণা। তাঁদের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা দিতে পদ্মা ব্যাংক পরিবার অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, আগামীতে আরো অনেক আকর্ষণীয় নতুন নতুন ব্যাংকিং সেবা নিয়ে আসবে পদ্মা ব্যাংক। নিশ্চিন্তে যে কোন শাখা, উপ-শাখা অথবা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ইভিপি, ক্যামেলকো অ্যান্ড হেড অব অপারেশন সৈয়দ তৌহিদ হোসেন -সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৯ শাখা, ৫টি উপশাখা এবং ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
উত্তরা-৬ নাম্বার সেক্টর উপ-শাখার ঠিকানা: হাউজ-০১, রোড- ১৬, সেক্টর-০৬, উত্তরা, ঢাকা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।