বকশীগঞ্জে আ’লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

🕧Published on:

 : জামালপুরের বকশীগঞ্জে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।

বকশীগঞ্জে আ’লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল



 রোববার (৮ জানুয়ারি ) বিকালে পৌর শহরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজল হক , পৌর কাউন্সিলর ফরহাদুজ্জামান ফুটা, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, অ্যাডভোকেট ইসমাইল সিরাজী, জেলা যুবলীগের সদস্য শহীদুজ্জামান শহীদ, খন্দকার শামীম, কৃষকলীগ নেতা ইদ্রিস আলী,  উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাত সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বকশীগঞ্জের ইতিহাসে বর্তমান কমিটি সবচেয়ে শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদারের নেতৃত্বে ভবিষ্যতে দলের সাংগঠনিক সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। তারা বলেন নতুন কমিটি গঠিত হওয়ায় তৃণমূলের আশার প্রতিফলন ঘটেছে। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।