বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে বই বিতরণ

🕧Published on:

: জামালপুরের বকশীগঞ্জে সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।

বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে বই বিতরণ



 রোববার (১ জানুয়ারি) দুপুর ১২ টায় বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। 


শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক খোকন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপাধ্যক্ষ কামারুজ্জামান হেলাল প্রমুখ। বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ¡াস দেখা যায়।


অপরদিকে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।


এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।