রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করলেন আবুল কালাম আজাদ এমপি

🕧Published on:

: জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরের মালিবাগি এলাকায় অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ।

রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করলেন আবুল কালাম আজাদ এমপি



মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় লাল ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। 

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, শিক্ষক দেলোয়ার হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ , কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং মান সম্মত ও সুন্দর পরিবেশে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করায় প্রতিষ্ঠাতা রবিউল ইসলামকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি জেলার গন্ডি পেরিয়ে সারাদেশে এর সুনাম ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি। 

উল্লেখ্য ২০২৩ শিক্ষাবর্ষে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৫০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করা হয়। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।