রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সানন্দবাড়ীতে মিছিল

🕧Published on:

: আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সন্ধ্যায় সানন্দবাড়ী  বাজারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সানন্দবাড়ীতে মিছিল



 সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলের আয়োজন করে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে শেষ হয়।


সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম.এ বারী আকন্দের  সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ।


এ সময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব আবু- শামা আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, সানন্দবাড়ী কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, চিথুলিয়াদিগর মহিয়ু সুন্নাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, সানন্দবাড়ী বাজার বনিক সমিতির সভাপতি গাজিউর রহমান, মাওলানা খলিলুর রহমান প্রমূখ। 


 বক্তারা বলেন, এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তারা।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।