রৌমারীতে সাজাপ্রাপ্ত মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার
🕧Published on:
শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই লিটন, এএসআই জাহাঙ্গীর আলম, এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দাঁতভাঙ্গা গ্রামের ওমর উদ্দিনের ছেলে হাসেম মিয়া ওরফে কানিকাটা (২৮) এবং পুরাতন যাদুরচর গ্রামের আব্দুল জব্বারের ছেলে কানু মিয়া (৩৪)। রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) লিটম মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৯ সালে রৌমারী থানায় হাসেম ওরফে কানিকাটার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটি তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার শেষে আদালত আসামি হাসেম ওরফে কানিকাটাকে ১ বছর কারাদন্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে ২০২০ সালে রৌমারী থানায় কানু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিচার শেষে তাঁকে ৬ মাসের কারাদন্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।