নন্দীগ্রামে ঈদের দিন যুবক খুন, দুর্ঘটনায় নিহত ৩

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এক যুবক খুন ও পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

নন্দীগ্রামে ঈদের দিন যুবক খুন, দুর্ঘটনায় নিহত ৩



 শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকাল ৯টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ পূর্বপাড়া এলাকায় দাদীর কবর জিয়ারত করতে গিয়ে চাচাতো ভাই-ভাবিদের মারপিটে গুরুতর আহত রবিউল ইসলাম (২২) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। সে এইচএসসি পরীক্ষার্থী ও মনিনাগ পূর্বপাড়ার আকরাম হোসেনের ছেলে। 


নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) চান মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ঈদের নামাজ আদায় শেষে এইচএসসি পরীক্ষার্থী রবিউল তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার দাদীর কবর জিয়ারত করতে গিয়ে কবরের ওপর এবং আশপাশে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখে। চাচাতো ভাইয়ের ঘরের ময়লা আবর্জনা প্রতিদিন কবরের আশপাশে ফেলার ব্যাপারে সে প্রতিবাদ করে। এসময় তার সঙ্গে চাচাতো ভাই ও ভাবিদের কথাকাটাকাটির ঘটনা ঘটে। কিছুক্ষন পর রবিউল তার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। এমন সময় পেছন দিক থেকে চাচাতো ভাই ও ভাবিসহ ৪-৫জন বাঁশের লাঠি দিয়ে রবিউলকে মারপিট করে। যুবকের মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। 

অন্যদিকে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং কাথম রাস্তার মাথায় মহাসড়কে অজ্ঞাত যানবাহনের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তারা হলেন- গাইবান্ধা সদর এলাকার পূর্বপাড়ার গোলাম হোসেনের ছেলে আবিদ হোসেন (২২), নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া মহল্যার নান্টু মিয়ার ছেলে ইমরান হোসেন (২৬) এবং উপজেলার কল্যাণনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল (৩০)। 

কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল হাচানাত দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top