[১৩১] বকশীগঞ্জে ডাকাতি: ডিবি পুলিশের হাতে গ্রেফতার-১
🕧Published on:
সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে ডাকাতির ঘটনায় হায়দার ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রাজধানী ঢাকার দক্ষিণখানের কাঠালতলী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবি পুলিশের এসআই জুবাইদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের নামাপাড়ার বাসায় গত বছরের ২৪ ডিসেম্বর ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ বিএনপির কর্মী আটক
ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করে বকশীগঞ্জ থানা পুলিশ।
ডিবি পুলিশ ঘটনার প্রায় পাঁচ মাস পর ঢাকার দক্ষিণখান কাঠালতলী থেকে ডাকাতি করা মোবাইল সেটসহ সোলেমান ব্যাপারীর ছেলে হায়দার ইসলামকে গ্রেফতার করে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।