রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলায় বিট পুলিশিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামে ফ্রেন্ডশিপ সু-শাসন প্রকল্পের আয়োজনে ও চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমান দুলাল এর সভাপতিত্বে এক বিট পুলিশিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, আরো উপস্থিত ছিলেন সু-শাসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ জিল্লর রহমান, সিনিয়র এসআই আনছের আলী, ইউপি সদস্য আব্দুল আজিজ, আলেয়া খাতুন, মেহেদী হাসান টিপু সুলতান।
অনুষ্ঠানটি সঞ্চলান করেন সিনিয়র সুপার ভাইজার আমির হামজা।
বক্তরা বলেন, মাদক নির্মুল, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ইত্যাদি।বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে এসব নানাবিধ সমস্যা কিছু হলেই কমে যাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।