জামালপুর সংবাদদাতা : মাধ্যমিক শিক্ষক-কর্মচারিদের চাকরি সরকারিকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় জামালপুরের সকল উপজেলার স্কুলে তালা ঝুলানো ১৬ জুলাই থেকে শুরু হয়েছে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে। শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের নেতা আতিকুর রহমান ভু্ট্রো জানান-আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
এটা আমাদের বিভিন্ন কর্মসূচি পালনের পর এমন কর্মসূচি পালন ছিল পূর্ব ঘোষিত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।