মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
“গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে উপজেলার গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ শাখার ৪ হাজার ৬শত ৭জন সদস্যের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম করেন বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথিঃ চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর পর্যন্ত গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ শাখার আওতায় পর্যায়ক্রম ১১ হাজার ৭শত ৫০টি গাছের চারা রোপন করা হবে।
গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব সিরাজুল ইসলামের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া।
চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, (ডিএসবি) আব্দুর রাকিব খান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহবুব শাহ জিহাদী, সাংবাদিক রশিদুল আলম শিকদার, সাংবাদিক মোস্তাইন বিল্লাহ সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জিয়াউল ইসলাম জিয়া উপস্থিত ৫ শতাধিক সদস্যের হাতে পাঁচটি করে গাছের চারা তুলে দেন এবং সকল সদস্য সহ উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছে চারা লাগানোর আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।