[১৬৪০] মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটির কনফারেন্স

🕧Published on:

 : জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটি তিন দিনের ন্যাশনাল কনফারেন্স ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। 

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটির কনফারেন্স



বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ এর আয়োজন করে। ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। কনফারেন্সে দু’টি সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগি অধ্যাপকড. শামীম আহম্মেদ  দেওয়ান, ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া প্রমুখ ব্যক্তিবর্গ প্রবন্ধ  উপস্থাপনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, ব্র্যাক নেট লি: জেনারেল ম্যানেজার মোকাররম হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান হুমায়ুন কবির।  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাড়াও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের টিম অংশ গ্রহণ করেন। #

ক্যাপশন: জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  রোবটিক্স এন্ড আইওটি তিন দিনের ন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।