সেবা ডেস্ক: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাইস্কুলের সামনে থেকে ১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।
আটককৃতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মো. হাসেম মিয়া ও বকশীগঞ্জ উপজেলার রামরামপুর গ্রামের মো. হোসেন আলীর পুত্র মো. মজিবর রহমান।
গতকাল রাত ১০:৪৫ টার সময়, জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) একটি টিম এসআই আবু রায়হানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাইস্কুলের সামনের কাঁচা রাস্তা থেকে
উক্ত দুই চোরাচালানকারীকে আটক করা হয়।
এ সময় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) অফিসার ইনচার্জ সোহেল রানা জানিয়েছেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।