সেবা ডেস্ক: শেরপুর জেলা কারাগারের তালা ভেঙে সব বন্দি মুক্ত করে দিয়েছেন আন্দোলনকারীরা। এরপর কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দিয়েছেন তারা।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় কারাগারের সামনে রাখা কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। পরে তারা কারাগারের অস্ত্রসহ সব মালামাল লুট করে নিয়ে গেছে। নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী কারাগারে ৫২৭ বন্দি ছিলেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর জেলা কারাগারের তালা ভেঙে প্রায় দুই হাজারের মতো আন্দোলনকারী ভেতরে প্রবেশ করে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিষয়টি জানতে পারলে তারা গিয়ে কারাগারের ভেতরে থাকা আন্দোলনকারীদের বাইরে বের করে দেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় আন্দোলনকারীরা কারাগারে হামলা চালায়। এ সময় তারা কারাগারে ভেতরে গিয়ে বন্দিদের ছেড়ে দেন ও আগুন ধরিয়ে দেন। একইসঙ্গে কারাগারের অস্ত্রসহ সব মালামাল তারা লুট করে।
আরো জানা গেছে, শেরপুর জেলা কারাগারে হামলার সময় প্রায় ১৪ থেকে ১৫ জনের মতো কারারক্ষীরা কারাগারে দায়িত্বে ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।