হারুন ইসলাম: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংঠগনের” মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সাধুরপাড়া ইউনিয়ন ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫শত ফলজ,বনজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানের গুলোতে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, সাদ্দাম হোসেন, কামরুল হাসান, রাকিব হাসান, রাসেল গাজী, জয়দেব বিশ^াস জয়, রুবেল মিয়া, মো. আকাশ মোল্লা, মো. হাসান মিয়া, মো. জাহিদুল ইসলাম সহ সুশীল সমাজ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।