হারুন ইসলাম: জামালপুরের বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি অপেক্ষা করে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।
১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার' এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন বকশীগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক বৃন্দ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে বকশীগঞ্জ উপজেলা পরিষদ এর সামনে এই মানববন্ধন করেন কয়েক শত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মানববন্ধনে বক্তারা বলেন, এক দফা এক দাবি জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকবৃন্দ এ অধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন জরিপ, ভোটগ্রহণসহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি।
অনতি বিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, সহকারী শিক্ষকদের মাসে ২০০ টাকা টিফিন ফি দেয়া হয়, বিষয়টি যেমন হাস্যকর, তেমনি প্রহসনের সামিল।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোড়দাবি জানান তাঁরা।
এসময় বক্তব্য রাখেন সহকারী মো: বরকত আলী, সহকারী শিক্ষক মো: ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক আ: হালিম , সহকারী শিক্ষক প্রনব কুমার সেন, সহকারী শিক্ষক ইলমা জাহান, সহকারী শিক্ষক মো: সাদমান শিহাব প্রমুখ ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।