লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : মুক্তির মুলমন্ত্র,ইসলামী শাসনতন্ত্র এই আলোকে জামালপুরের ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের দরিয়াবাদ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম আনুষ্ঠানিক ভাবে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামপুর উপজেলা কার্যালয় উদ্বোধনকালে দোয়া মাহফিল |
ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামপুর উপজেলা কার্যালয় উদ্বোধন |
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী, সাধারণ সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান খন্দকার, সাংগঠনিক সম্পাদক এম আনিসুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মুকুল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হেকিম শাহ আলম, পৌর সভাপতি ওমর আলীসহ জেলা,উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামপুর উপজেলা কার্যালয় উদ্বোধনকালে ওয়াজ মাহফিল |
উদ্বোধন অনুষ্ঠান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্দ্যোগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে যোগদান করেন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।