জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ ইসলামি আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় মডেল মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন মেলান্দহ শাখার সভাপতি হাফেজ-মাওলানা বুরহান উদ্দিন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান জাফরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর জেলা কমিটির সভাপতি ডা. সৈয়দ ইউনুছ আহমদ, সিনিয়র সহসভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি রহমতুল্লাহ আল হোসাইনী, জামালাপুর জেলা মুজাহিদ কমিটির সভাপতি মোফাজ্জল হোসাইন, ইসলামি আন্দোলন মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা মুখলেসুর রহমান, মেলান্দহ আইয়েম্মায়ে উলামা পরিষদের সভাপতি মুফতি জাহিদ হাসান, প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।