জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে যুবদল-ছাত্রদলের তিন নেতাকে ৯ সেপ্টেম্বর কোর্টে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো চরবানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি বাবুল মিয়া (২৫)। সে মধ্যেরচরের দুলাল মিয়ার ছেলে।
একই ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম (২৮)।
সে রায়েরবাকাই গ্রামের শফিউল আলমের ছেলে। অপরজন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্মআহবায়ক আশরাফুল আলম (৪০)। সে ভাবকী গ্রামের সুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান-ফুলকোচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদকে জে¦ারপূর্বক পদত্যাগের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে ত্রাস সৃষ্টি করে।
খবর পেয়ে সেনাবাহিনী তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার শেষে থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক হারুনুর রশিদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।