সেবা ডেস্ক: দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো ১০ টাকায় ১ মাসের জন্য ২ জিবি মোবাইল ইন্টারনেট প্রস্তাব দিয়েছে, যা বিটিআরসির অনুমোদন সাপেক্ষ।
মোবাইল ইন্টারনেটের মূল্য নির্ধারণে ১০ টাকায় ২ জিবি প্রস্তাব |
দেশের মোবাইল ইন্টারনেট সেবা সহজলভ্য করতে স্টার্টআপ কোম্পানিগুলোর পক্ষ থেকে বিটিআরসি ও সরকারকে মোবাইল ইন্টারনেটের জন্য একটি নির্ধারিত মূল্য ১০ টাকায় ১ মাসের জন্য ২ জিবি ডাটা অফারের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া ফ্লোর প্রাইস তুলে দিয়ে অপ্রয়োজনীয় লেয়ার সরিয়ে ডিজিটাল সেবার সম্প্রসারণ সহজ করার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এই প্রস্তাবগুলো উত্থাপন করা হয়। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এর সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের বিকাশমান স্টার্টআপ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, মোবাইল অপারেটর এবং ব্যাংক প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করেন।
বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতা থাকার কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরো বলেন, বর্তমানে সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে।
গোলটেবিলে চালডাল সিইও ওয়াসিম আলিম উল্লেখ করেন, ইন্টারনেটের মূল্য বেশি হওয়ার কারণে বাংলাদেশের ই-কমার্স খাত ভারত ও ইন্দোনেশিয়ার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ফাহিম মাশরুর, বিডিজবস প্রতিষ্ঠাতা, গুগল, ফেসবুক ও আকামাইয়ের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মকে দেশে আনার প্রয়োজনীয়তার কথা বলেন এবং এনটিটিএন বন্ধ করার পরামর্শ দেন।
অন্যদিকে, শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক, পাঠাওয়ের ফাহিম আহমেদ, এবং শিখো’র শাহির চৌধুরী ডিজিটাল সেবা সম্প্রসারণে সাশ্রয়ী ডাটার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।