সেবা ডেস্ক: সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনর’ত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং জলকামানে’র ব্যবহার জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
চাকরিতে প্রবেশে ৩৫ বছরের দাবিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ |
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশে’র লাঠিচার্জ এবং জলকামানের ব্যবহা’র জনমনে ক্ষোভের সঞ্চার করেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে, যখন আন্দোলনকারীরা সরকারি চাকরি’তে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে শাহবাগ মোড় থেকে শিক্ষা ভবনে’র দিকে অগ্রসর হয়।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে’র শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে স্লোগান দিয়ে আন্দোলন শুরু করে। পুলিশ শিক্ষার্থীদে’র শিক্ষা ভবনের সামনে বাধা দিলে উত্তে’জনা সৃষ্টি হয় এবং এর পরেই লাঠিচার্জ ও জলকামানের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর নির্ধারণের জন্য একটি অধ্যাদেশের খসড়া অনুমোদি’ত হয়েছে। ২৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনু’যায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশে’র ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বর্তমান শিক্ষাব্যব’স্থা ও দীর্ঘ চাকরির প্রস্তুতির কারণে সরকারি চাকরিতে প্রবেশের জন্য বয়সসীমা ৩৫ বছর করা প্রয়োজন। বয়সসীমা নিয়ে আন্দোলনকারী’রা মনে করেন, ৩২ বছর বয়সসীমা নির্ধারণে’র ফলে অনেক শিক্ষার্থী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এই আন্দোলনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি আরও জোরা’লো হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা তা নিয়ে সরাসরি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।