নিত্যপণ্যের দামে স্বস্তি নেই: ৫০০ টাকা দিয়েও তেমন কিছু কেনা যাচ্ছে না

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সব শুল্কছাড়ের পরও নিত্যপণ্যের দাম কমছে না। মানুষের কষ্ট হচ্ছে এবং ৫০০ টাকা নিয়েও বাজারে খুব কম কিছু কেনা যাচ্ছে।

নিত্যপণ্যের দামে স্বস্তি নেই: ৫০০ টাকা দিয়েও তেমন কিছু কেনা যাচ্ছে না
মানুষের কষ্ট হচ্ছে, দুমুঠো শাক ও অন্য কিছু কিনতেই ৫০০ টাকা শেষ


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “সব ধরনের শুল্কছাড় দেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না”। তিনি উল্লেখ করেন যে, এ পরিস্থিতিতে মানুষের কষ্ট হচ্ছে এবং তাদের অধৈর্য হওয়াও স্বাভাবিক

বুধবার (১৩ নভেম্বর) ‘পিকেএসএফ দিবস-২০২৪’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ঢাকার আগারগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, প্রতিষ্ঠাতা এমডি বদিউর রহমান এবং ভারপ্রাপ্ত এমডি মো. ফজলুল কাদের।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “৫০০ টাকা নিয়ে বাজারে গেলে দুমুঠো শাক ও অন্যান্য জিনিস কিনতেই শেষ হয়ে যাচ্ছে। এত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যে মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য হয়ে যাচ্ছে”। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কল্যাণে কাজ করছে, তবে সবকিছু শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নয়। এর সঙ্গে আরো অনেক কারণ জড়িত।

১৯৮৯ সালের ১৩ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ পিকেএসএফ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেন। সালেহউদ্দিন আহমেদ স্মরণ করেন, পিকেএসএফ ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করছে এবং এ প্রতিষ্ঠানকে তিনি বিশ্বমানের আখ্যা দেন। ২০০৪ সালে পিকেএসএফের উদ্যোগে অনুষ্ঠিত ক্ষুদ্রঋণ সম্মেলনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং সমাপনী অনুষ্ঠানে আসা বক্তব্য তিনি স্মরণ করেন।

তিনি বলেন, গত মাসে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সবাই বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।

ইলিশ রপ্তানি প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, যদিও এ সিদ্ধান্তে অনেক ইতিবাচক মতও রয়েছে। স্বল্পমেয়াদে দরকারি সংস্কার করলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার কথাও তিনি বলেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top