সেবা ডেস্ক: উত্তরাখণ্ডে চালু হলো অভিন্ন দেওয়ানি বিধি। একাধিক বিয়া নিষিদ্ধ, লিভ ইন সম্পর্ক বৈধ ঘোষণা, তবে নথিভুক্তি বাধ্যতামূলক।
![]() |
ভারতে একাধিক বিয়া নিষিদ্ধ, লিভ ইন সম্পর্ক বৈধ ঘোষণা |
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়ার মাধ্যমে দেশটির আইনি ব্যবস্থায় এক নতুন দিকচিহ্ন স্থাপন হয়েছে। এটি ভারতের প্রথম রাজ্য, যেখানে এই আইন কার্যকর হলো। এই আইন ২৭ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের মাধ্যমে।
নতুন আইন অনুযায়ী, একাধিক বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। এটি এখন থেকে আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। বিবাহ বিচ্ছেদ বা তালাকের ক্ষেত্রে একই নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে। তালাক, হালালা ও ইদ্দত প্রথা নিষিদ্ধ করা হয়েছে।
লিভ ইন সম্পর্কের স্বীকৃতি:
আইনটিতে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের লিভ ইন সম্পর্ককে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করা বাধ্যতামূলক। নথিভুক্ত না করলে এই সম্পর্ক অবৈধ বলে গণ্য হবে।
- লিভ ইন সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানেরা সম্পত্তির অধিকার পাবে।
- এটি অনেকেই ইতিবাচক মনে করলেও নথিভুক্তির বাধ্যবাধকতা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন কিছু বিশ্লেষক।
নতুন আইনে বিয়ের জন্য ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। যে কোনো ধর্মীয় রীতিতে বিয়ে করা যাবে। তবে, বিয়ের রেজিস্ট্রি ৬০ দিনের মধ্যে বাধ্যতামূলক।
উপজাতি সম্প্রদায়ের মানুষদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিরোধী দলের নেতারা এই আইনের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, এটি বিভেদমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বড় সমস্যাগুলো থেকে জনগণের মনোযোগ সরাতে এই আইন আনা হয়েছে। বিশেষত, লিভ ইন সম্পর্ক নথিভুক্তির বিষয়টি ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী।
তবে অনেকেই বিয়ের রেজিস্ট্রেশন এবং লিভ ইন সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।