জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘জীবাশ্ম জ¦ালানীকে না বলুন, ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত হয়েছে।

জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত
জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত


রবিবার সকালে এ উপলক্ষ্যে সরকারি আশেক মাহমুদ কলেজে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  

দিবসটি উপলক্ষ্যে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম, সনাকের সহ সভাপতি একেএম আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য মনোয়ারা খানমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধনে দিবসের তাৎপর্য নিয়ে ধারণপত্র পাঠ করেন ইয়েস দলনেতা কৌশিক। এ সময় বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় জীবাশ্ম জ¦ালানীর উপর নির্ভরতা শূণ্যে নামিয়ে আনতে হবে। পৃথিবীকে বাস উপযোগী রাখার জন্য ও দৈনন্দিন কাজে নবায়নযোগ্য জ¦ালানী তথা ক্লিন এনার্জির ব্যবহার ব্যাপকহারে বাড়াতে হবে। জলবায়ূ পরিবর্তন মোকাবিলা ও টেকসই অভীষ্ট অর্জনে নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহারের কোন বিকল্প নেই।  বিশ^ব্যাপী জীবাশ্ম জ¦ালানি ব্যবহারের যে প্রতিযোগিতা তা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরিকল্পনা ও চুক্তি বাতিল করতে হবে। দুর্নীতিমুক্ত ও টেকসই নবায়নযোগ্য জ¦ালানি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ও জীবাশ্ম জ¦ালানী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১২ দফা দাবী পেশ করা হয়। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন জ¦ালানী বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ। এছাড়াও সনাক সদস্য অধ্যাপক এস এম কায়েদ-উদ-জামান, এসপিকে’র নির্বাহী পরিচালক এনামুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মসুচিতে সনাক, ইয়েস, এসিজি সদস্য, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।    




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top