দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
![]() |
দেওয়ানগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন |
১১ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এ দু'টি ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে পৃথকভাবে চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন শাখার আমীর যথাক্রমে মাওলানা মো. আব্দুল মজিদ আকন্দ ও মাওলানা মো. ঈমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর জেলার সাবেক আমীর অ্যাড. নাজমুল হক সাঈদী।
উভয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার আমীর মাওলানা আব্দুস সাত্তার। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দেওয়ানগঞ্জ উপজেলা আমীর মাওলানা মো. মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারী কাজী মো. আতিকুর রহমান, মাওলানা মো. রেজাউল করিম, মো. নুর উদ্দীন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নাজমুল হক সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসংগঠিত ও সুশৃঙ্খল একটি ইসলামি দল। বিগত ১৬ বছরের দীর্ঘ আওয়ামী শাসনে জামায়াতে ইসলামীকে কোনঠাসা করে রাখা হয়েছিল। হামলা, মামলা ও গুমের স্বীকার ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আওয়ামী ফ্যাসিস্টরা পরাজিত হলে এখন আমরা বাধাহীন প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারছি। দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধনের ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জে এ দু'টি কার্যালয় উদ্বোধন করা হলো। এ কার্যালয় থেকে ইসলামি আন্দোলনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা রাখি।'
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।