শফিকুল ইসলাম: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ভূমি মেলা ২০২৫ উৎযাপন করা হয়েছে।
![]() |
রৌমারীতে ভূমি মেলা ২০২৫ উৎযাপন |
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়, উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
এর আগে বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেল দিত্ত সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন ভূমি কর্মকর্ত ইসমাইল হোসেন, শাহাদত হোসেন, রুহুল্লাহ খমেনি প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।