শফিকুল ইসলাম: গোপন সংবাদের ভিত্তিতে ৫২ পিস ইয়াবাসহ আজাদ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
![]() |
রৌমারীতে ইয়াবাসহ চায়ের দোকানদার আটক |
শনিবার (২৪ মে) দুপুরের দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলির চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদ হোসেন দীর্ঘদিন থেকে চা বিক্রির আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার চায়ের দোকানে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মমিন হক এর ছেলে বলে জানা যায়।
আরও পড়ুন:
এবিষয়ে রৌমারী থানার অফিসার্স ইনচার্জ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী বাজারের কম্পিউটার গলিতে তার চায়ের দোকানে থানার একটি চৌকস টিম নিয়ে আগে থেকেই অবস্থান নেয়। পরে ওই চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার নামে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং আমাদের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।