কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
![]() |
| কাজিপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত সেলিম রেজার গণসংবর্ধণা অনুষ্ঠিত |
রোববার বিকেল ৫ টায় কাজিপুর উপজেলা চৌরাস্তায় এই গণসংবর্ধনার আয়োজন করে সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদর ইউনিয়নের চার ইউনিয়নের জনগণ। এতে সভাপতিত্বে করেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মাস্টার।
সংবর্ধনার জবাবে সেলিম রেজা বলেন, “কাজিপুর বাসীর দোয়া ও ভালোবাসায় এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পুরষ্কার হিসেবে দল আমাকে এবার এমপি পদে মনোনয়ন দিয়েছে।
এজন্য বিএনপির হাই কমান্ডকে ধন্যবাদ জানাই। সেইসাথে এই আসনের আপামর জনগণকে ধন্যবাদ জানাই।”
দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন, “আমার সাথে জেলার নেতা নাজমুল হাসান তালুকদার রানা এবং দেশের নামকরা শিল্পী কনকচাঁপা ছিলেন। কিন্তু সবকিছু বিবেচনায় এনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখন আর কোন বিভেদ নাই। সবাই একসাথে নির্বাচনের মাঠে আমরা কাজ করবো। তবেই ৫৪ বছরের কাজিপুরের ইতিহাস পাল্টানো যাবে।” দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, “ বিজয় নিশ্চিত করতে হলে আপনারা সবাই যে যার অবস্থান থেকে ধানের শীষের ভোট চাইতে মাঠে নেমে পড়–ন।”
অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবে সাধারণ সম্পাদক কাজিপুরের সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল এর পক্ষ থেকে সেলিম রেজাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
কাজিপুর- নিয়ে আরও পড়ুন

বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে যা বললেন সেলিম রেজা

কাজিপুরে বীজ ও সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবল খেলার উদ্বোধন

কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই বালু উত্তোলকারীর লাখ টাকা অর্থদন্ড


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।