ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা।

Annual banquet and gathering of Jamalpur Samity in Dhaka
ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা




শুক্রবার (১৬ জানুয়ারি) পূর্বাচলের 'সী শেল পার্ক অ্যান্ড রিসোর্টে' দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন প্রান্তে বসবাসরত জামালপুর জেলার বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে এই আয়োজনে অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য, সাবেক সংসদ সদস্য ও ঢাকাস্থ জামালপুর সমিতির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত। 

এসময় জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাাফিজুর রহমান বাবুল, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, সাবেক সাবেক মন্ত্রী এম এ সাত্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

এতে শুভেচ্ছা বক্ত্যব্য রাখেন সংগঠনের মহাসচিব মো.তারিকুল আজম। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী (আহ্বায়ক), অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম (সদস্য সচিব) এবং গোলাম হাফিজ নাহিন (যুগ্ম সদস্য সচিব)।

 ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বাস যোগে সদস্য ও তাদের পরিবারবর্গ রিসোর্টে সমবেত হন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, মহিলাদের জন্য ঐতিহ্যবাহী বালিশ খেলা এবং যুবকদের জন্য ফুটবল ম্যাচ। 

এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ র‌্যাফেল ড্র। এছাড়া বনভোজন উপলক্ষে সমিতির সুভেনির ‘সম্প্রীতি’ প্রকাশিত হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ও রিংকু পাল।

দিনভর স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যস্ত যান্ত্রিক জীবনে এ যেন এক টুকরো 'জামালপুর'কে ফিরে পাওয়া। রাতে আনন্দ ও তৃপ্তির রেশ নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
মুক্তিযোদ্ধা লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযোদ্ধা লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জামালপুরে ৫টি বইয়ের মোড়ক উন্মোচন
জামালপুরে ৫টি বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল’ ঝুঁকিতে কৃষি
ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল’ ঝুঁকিতে কৃষি
মেলান্দহে ডিসির মতবিনিময়
মেলান্দহে ডিসির মতবিনিময়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top