বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নেহাল মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স'ানীয় সূর্যনগর গ্রামের সাহা আলীর পুত্র।
সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ঘাসিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স'ানীরা জানায়, সারমারা বাজার থেকে নিজবাড়ী সুর্যনগরে আসার পথে ঘাসিরপাড়া এলাকায় সোলায়মান হাজীর বাঁশ ঝাড়ের সাথে ধাক্কা লাগলে নেহাল মিয়া গুরুতর আহত হয়। পরে স'ানীয়রা ঘটনাস'ল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নেহাল মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স'ানীয় সূর্যনগর গ্রামের সাহা আলীর পুত্র।
সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ঘাসিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স'ানীরা জানায়, সারমারা বাজার থেকে নিজবাড়ী সুর্যনগরে আসার পথে ঘাসিরপাড়া এলাকায় সোলায়মান হাজীর বাঁশ ঝাড়ের সাথে ধাক্কা লাগলে নেহাল মিয়া গুরুতর আহত হয়। পরে স'ানীয়রা ঘটনাস'ল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।