চার্লসটনের
গির্জায় শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নিহত ৯ জনের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘বর্ণবাদের নৃশংস এই
হামলা যুক্তরাষ্ট্রকে জাগিয়ে তুলেছে। বর্ণবাদ, সহিংসতা ও অন্যান্য সমস্যা
নিয়ে দেশ স্বস্তির ঘুম ঘুমাতে পারে না।’ এর আগে ওবামা শোক বইয়ে ধর্মযাজক
রেভারেন্ড ক্লেমেন্তা পিংকির ওপর প্রশংসা-সূচক লেখা লেখেন, শোক সঙ্গীত গেয়ে
ওঠেন এবং নিহতদের নাম পাঠ করেন। খবর বিবিসির।
ওবামা বলেন, ‘সত্যিই কী জীবন ছিল ক্লেমেন্তার, কী সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি এবং তিনি তার বিশ্বাসের এক অনন্য নজির।’
দক্ষিণ ক্যারোলাইনায় আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে ওবামা ছাড়াও হাজার হাজার লোক যোগ দেন।