সুপ্রিম
কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে বৈধতা পেয়েছে সমকামী বিয়ে। এর মধ্য দিয়ে
দেশটিতে সমকামীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠিত হল। এর আগে কিছু অঙ্গরাজ্যে
সমকামীদের বিয়ের অধিকার থাকলেও ১৪ টি রাজ্যে তা আইনগতভাবে নিষিদ্ধ ছিল।
বিয়ে একটি মৌলিক অধিকার এবং সমলিঙ্গের যুগলদেরও একই আইনগত অধিকার দেয়া উচিত বলে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ে। সংবিধানে তাদের সে অধিকার মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার আদালতের রায় ঘোষণার পরপরই জর্জিয়া, মিশিগান, ওহাইও এবং টেক্সাসের সমকামী জুটিরা সানন্দে বিয়ের তোড়জোড় শুরু করে।
এ রায়কে আমেরিকার জন্য বিজয় বলে অভিহিত করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন “সব মার্কিন নাগরিককে সমান দৃষ্টিতে দেখা মানেই আমরা সবাই আরো বেশি স্বাধীন”।
বিয়ে একটি মৌলিক অধিকার এবং সমলিঙ্গের যুগলদেরও একই আইনগত অধিকার দেয়া উচিত বলে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ে। সংবিধানে তাদের সে অধিকার মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার আদালতের রায় ঘোষণার পরপরই জর্জিয়া, মিশিগান, ওহাইও এবং টেক্সাসের সমকামী জুটিরা সানন্দে বিয়ের তোড়জোড় শুরু করে।
এ রায়কে আমেরিকার জন্য বিজয় বলে অভিহিত করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন “সব মার্কিন নাগরিককে সমান দৃষ্টিতে দেখা মানেই আমরা সবাই আরো বেশি স্বাধীন”।