ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে তিন জনের মৃত্যু

S M Ashraful Azom
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে দুই বিদ্রোহী ও এক বেসামরিক লোক নিহত হয়েছেন।

রোববার রাতে কুলগাম জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সোমবার দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ কথা বলেছে।

খবরে বলা হয়েছে, সংঘর্ষে দুই ভারতীয় জওয়ান (সীমান্তরক্ষী বাহিনীর সদস্য) আহত হয়েছেন। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে দুই বিদ্রোহী নিহত হয়েছে। আর দুইপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক বেসামরিক লোক নিহত হয়েছে। কিন্তু স্থানীয়রা দাবি করেছে, নিরাপত্তাবাহিনী ঠাণ্ডা মাথায় তাকে খুন করেছে।

এদিকে, গুলিতে বেসামরিক লোক নিহতের প্রতিবাদে রেদওয়ানি বালা এলাকায় জনগণ বিক্ষোভ করেছে বলে খবরে বলা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top