জাবির কর্মচারীদের মাঝে ইফসার ইফতার বিতরণ

S M Ashraful Azom
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গরীব কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর সোস্যাল এইড (ইফসা)।
রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনে এ ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও অফিসের প্রায় ২০ জন কর্মচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে ইফসার কেন্দ্রীয় সভাপতি জিহাদ হোসেন দিদার বলেন, এই ক্যাম্পাসে অনেক ধরনের ইফতার অনুষ্ঠান হলেও ক্যাম্পাসের গরীব কর্মচারীদের নিয়ে কোনো ইফতার অনুষ্ঠান করা হয় না। অথচ তারা সারা বছর আমাদের বিভিন্নভাবে সেবা দিয়ে যান। তাই এই রমজানে ছোট পরিসরে হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
ইফসার জাবি শাখার সভাপতি আলী আজম পলাশ বলেন, এ বছর আমরা ক্ষুদ্র পরিসরে এই আয়োজন করলেও আগামী দিনে আরও বড় পরিসরে এরকম আয়োজন করা হবে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইফসার কেন্দ্রীয় সদস্য শারমিন আক্তার, জাবি শাখার সাধারণ সম্পাদক খান রকিবুল ইসলাম, সহ-সভাপতি বৈশাখী ও অনুষ্ঠান আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top