এক ছবিতেই জেনিফার লরেন্স পাচ্ছেন ১৫৬ কোটি টাকা

S M Ashraful Azom
হলিউডের স্টুডিও সনির বড় বাজেটের চলচ্চিত্র ‘প্যাসেঞ্জার্স’। এর প্রধান দুই চরিত্রে রয়েছেন জেনিফার লরেন্স ও ক্রিস প্র্যাট। ১৫০ মিলিয়ন ডলারের চলচ্চিত্রটি এখন প্রি-প্রডাকশনে রয়েছে।

এ সিনেমায় পারিশ্রমিক প্রাপ্তির দিক দিয়ে প্র্যাটকে ছাড়িয়ে যাচ্ছেন লরেন্স। সনি অস্কারজয়ী এ অভিনেত্রীকে ২ কোটি ডলার (প্রায় ১৫৬ কোটি টাকা) পারিশ্রমিক দেবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে প্র্যাট পাচ্ছেন ১.২ কোটি ডলার।

ইনস্টেলার, গ্র্যাভিটির মতো প্যাসেঞ্জার্সও প্রেক্ষাগৃহ মাত করতে সমর্থ হবে, এমনটিই আশা করছেন সংশ্লিষ্টরা।

প্যাসেঞ্জার্সের গল্পটা এক নভোচারীকে নিয়ে। নভোচারী ভিনগ্রহে অনাদিকালের জন্য ঘুমিয়ে পড়েন। অপ্রত্যাশিতভাবে ঘুম যখন ভাঙে, তখন পেরিয়ে গেছে প্রায় এক শতাব্দী। ঘুম থেকে উঠে দেখেন পাশেই ঘুমিয়ে আছে তারই মতো এক নারী নভোচারী। তার ঘুম ভাঙানোর সিদ্ধান্ত নেন তিনি। তার পরই দুজন বাঁধা পড়েন প্রণয়ে। মরটেন টিলডামের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top