চলচ্চিত্রে মিলা

S M Ashraful Azom
অনেক দিন অ্যালবামের শিরোনামে নেই জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। প্রায় পাঁচ বছর বাজারে কোনো নতুন অ্যালবাম নেই তার। এবার অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রেও পাওয়া যাবে মিলাকে। নিজের জীবনীভিত্তিক সংগীতধর্মী বিষয় নিয়ে নির্মাণ করেছেন ‘আনসেন্সরড’ শিরোনামে একটি চলচ্চিত্র। ৭ জুলাই প্রেক্ষাগৃহে ও টেলিভিশনে মুক্তি দেওয়া হবে ৯০ মিনিটের চলচ্চিত্রটি। এ প্রসঙ্গে মিলা বলেন, ‘চলচ্চিত্রটিতে আমার সংগীতজীবনের সবকিছু থাকছে। একজন সংগীতশিল্পী আমাদের দেশে কীভাবে সংগ্রাম করে সেই বিষয়টি তুলে ধরেছি। এছাড়া একজন রকস্টারের বেড়ে ওঠা, ক্যারিয়ারের প্রতিবন্ধকতা, কিভাবে পরিস্থিতিগুলো মোকাবিলা করতে হয়—এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’
 
এর আগে বেশ কয়েকবার অ্যালবাম রিলিজ দেওয়ার কথা বললেও প্রতিবারই অডিও বাজারের অস্থিরতার কারণে পিছিয়ে যান মিলা। তবে শুধু অ্যালবাম থেকেই তার এই দূরে থাকা তা কিন্তু না। স্টেজ বা টেলিভিশনের পর্দাতেও অনুপস্থিত তিনি। তবে সম্প্রতি আবারও সবকিছুই নিয়মিত শুরু করেছেন। এই ঈদে তার ‘আনসেন্সরড’ অ্যালবামটি রিলিজ দেবেন। মেহরীনের পর মিলাও এবার অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হন টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সাথে। এছাড়া অ্যালবাম প্রকাশের পাশাপাশি নির্মাণ করেছেন অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top