অবরোধ প্রত্যাহার না করলে পরমাণু চুক্তি নয় : খামেনি

S M Ashraful Azom
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার না করলে তারা পরমাণু চুক্তি থেকে সরে আসবেন। গত মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। এর মাধ্যমে খামেনি আবারো তার আগের অবস্থানে দৃঢ় থাকার কথাই ঘোষণা করলেন। খবর বিবিসি’র।
 
চলতি মাসের ৩০ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা রয়েছে ইরানের। খামেনি বলেন, আগে অর্থনৈতিক অবরোধ তুলে নিতে হবে, তারপর তারা পরমাণু চুক্তি করবেন। তিনি ১০ বছর পর্যন্ত ইরানের পরমাণু গবেষণা এবং স্পর্শকাতর সামরিক স্থাপনা বন্ধ করার যে শর্ত বিশ্ব শক্তি থেকে দেয়া হয়েছে সেটিও প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র একটি কঠিন ফর্মুলা দিচ্ছে। উল্লেখ্য, ইরানের ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের অবরোধ রয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top