মোদির সঙ্গে ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

G M Fatiul Hafiz Babu
সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে মাতলুব সাংবাদিকদের বলেন, আমরা দুই দেশের বেসরকারি খাতে যৌথ একটি গ্রুপ গঠনের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। বিজিএমইএ ভারতের ৫০ একর জমি চেয়েছেন। এর মাধ্যমে উন্নতমানের পোশাক আমরা রফতানি করতে পাবো। বিজিএমইয়ের এ প্রস্তাবে মোদি নিজেই আমাদের বলেছেন, আমরা আপনাদের স্বাগত জানাবো।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে যেসব চুক্তি করেছেন, তা দুই দেশের ব্যবসায় নতুন দিগন্তের সূচনা করবে। এর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা ঘাটতি কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। বিভিন্ন চুক্তির সম্পাদনের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিভিন্ন চেম্বারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সাক্ষাৎকালে ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআইর সভাপতি নাসিম মঞ্জুর, ডিসিসিআইর সভাপতি হোসেন খালেদ, বিজেএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ-ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম চেম্বারের মাহবুবুল আলম, রাজশাহী চেম্বারের মনিরুজ্জামান, খুলনা চেম্বারের কাজী আমিনুল হক, সিলেট চেম্বারের সালাহউদ্দিন আলী আহমেদ, বরিশাল চেম্বারের সাইদুর রহমান রিন্টু, রংপুর চেম্বারের মোস্তফা সোহরাব চৌধুরী প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top