/*------Layout (No Edit)----------*/

সিপ্রাস-জাঁ ক্লদের দ্বৈরথ: অনিশ্চিত ভবিষ্যতের দিকে গ্রিস

S M Ashraful Azom
ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ-ক্লদ জুঁকার গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের ওপর অসন্তোষ প্রকাশ করে বলেছেন, সিপ্রাস তার দেশের মানুষের কাছে মিথ্যে বলছেন। সিপ্রাস সর্বশেষ গ্রিক নির্বাচনে সমাজতন্ত্রের বিজয়নায়ক। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের অর্থনৈতিক কৃচ্ছতা পরিত্যাগ করে দেশকে ঋণমুক্ত করবেন। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে গ্রিক নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঋণদাতারা গ্রিসকে সর্বতভাবে পরাস্ত করতে চাইছে।
জাঁ-ক্লদ সিপ্রাসের ব্যাপারে তীব্র হতাশা ব্যক্ত করেছেন। এমনিতেই উপর্যুপরি মতানৈক্য এবং ঋণ পরিশোধের সময়সীমা পেছাতে থাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না গ্রিসের এমনকি ইইউ থেকে ছিটকে পড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে এক হিসেবে। এমন সময়ে গ্রিক নাগরিকদের সম্মুখে সিপ্রাস এমন উক্তি করায় ক্লদদের হতাশা এখন বেড়েছে।
সিপ্রাস আরও বলেছেন, ঋণদাতারা ভবিষ্যত বাজারে বিদ্যুতের ওপর উচ্চ শুল্ক আরোপ করার ভাবছেন যা গ্রিসের জন্যে প্রযোজ্য হবে। একইসঙ্গে শুল্ক আরোপ করবেন তারা জীবনরক্ষাকারী ঔষধের ওপরও। বিষয়গুলো নিন্দা যুগিয়েছে গ্রিসে। ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ-ক্লদ এক্ষেত্রেও হতাশ। জানালেন, সিপ্রাস জানেন খোদ ক্লদ নিজেই এমন শুল্ক আরোপের বিরুদ্ধে। এবং বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় এমন মন্তব্য করা একজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সমীচিন নয় বলে মনে করেন ক্লদ।
Jean-Claude-President-of-Euro-comission
আগামী ১৮ জুন গ্রিসের সঙ্গে ইউরোপীয় প্রতিনিধি এবং আন্তরর্জাতিক মুদ্রা তহবিল প্রতিনিধিদের এক বৈঠক বসবে। তবে ঐ বৈঠকে নতুন কোনো প্রস্তাবনা গ্রিস দেবে না তা অর্থমন্ত্রী ভারোফাকিস আগেই বলেছেন। এখন দাতাকর্ণদের কাছ থেকে ঋণসংক্রারন্ত নতুন কোনো প্রস্তাবনা আসে কিনা সেদিকেই চোখ গ্রিসের মানুষের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top